দিরাই পৌরসভায় ৩৬ কোটি ৪৫ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

দিরাই পৌরসভায় ৩৬ কোটি ৪৫ লক্ষ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা

3

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার ১১ সেপ্টেম্বর পৌরসভার কার্যালয়ে পৌর মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে এ বাজেট ঘোষণা করা হয়। আয়োজিত বাজেট ঘোষণার সংবাদ সম্মেলনে ৩৬ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৭৭৬ টাকার বাজেট ঘোষণা করা হয়।

এর মধ্যে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৮৭ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত ২ লক্ষ ৮০ হাজার সাতশত ছিয়াত্তর টাকা। এতে আয় ধরা হয়েছে রাজস্ব তহবিল থেকে ২ কোটি ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা। উন্নয়ন সহায়তা তহবিল হিসাব থেকে আয় ৩৩ কোটি ৮৯ লক্ষ ৮০ হাজার সাতশত ছিয়াত্তর টাকা।

 

7

প্রস্তাবিত বাজেট উপলক্ষে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ২ নং ওয়ার্ড কাউন্সিলর এ,বি,এম মাসুম প্রদীপ ,৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল করিম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জুয়েল মিয়া, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পংকজ পুরকায়স্থ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাসেম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিয়াকত মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহার বানু, মিনতী রানী দাস, মোছাঃ হেলেনা বেগম, উপ-সহকারী প্রকৌশলী সাব্বির আহমেদ তালুকদার, কর নির্ধারক মোঃ দেলোয়ার হোসেন, কর আদায়কারী আশীষ কুমার রায়, সহকারী কর আদায়কারী আরব উদ্দিনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

3

প্রস্তাবিত বাজেট ঘোষণার পর উপস্থিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের বাজেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র।

7

 

6

এছাড়াও তিনি বিভিন্ন খাত নিয়ে গুরুত্ব দিয়ে বলেন, প্রস্তাবিত বাজেটে পৌর এলাকায় সড়ক নির্মাণে সর্বোচ্চ ১৭কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে।

 

এছাড়া তিনি আরো বলেন, দিরাই পৌরসভাকে যানজট মুক্ত ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

২০২৫ সালের ক্যালেন্ডার বাংলা ইংরেজি আরবি

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

sylhet24

Follow for More!

1
8