প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২
নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী নীতু কাপুরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। কারণ এতে তার পুত্র রণবীর কাপুর যেমন রয়েছেন, তেমনই রয়েছেন পুত্রবধূ আলিয়া ভাট।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি। এবার সিনেমাটি দেখে রিভিউ দিলেন নীতু।
‘ব্রহ্মাস্ত্র’ দেখার পর সামাজিকমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন নীতু কাপুর। যা রণবীর কাপুরের একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে।
একটি ভিডিও পোস্ট হয়েছে সামাজিকমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ব্রহ্মাস্ত্র’ দেখার পর নীতুর প্রতিক্রিয়া মন দিয়ে শুনছেন পরিচালক অয়ন মুখার্জি। তার পাশে দাঁড়িয়ে রয়েছেন করণ জোহর।
নীতু বলছেন, শেষটা তো অসাধারণ। অনবদ্য, অভূতপূর্ব। কিন্তু এই অনুভূতিটা আসতে প্রথমে একটু সময় নেবে। একবার কেউ সিনেমাটা দেখতে শুরু করলে ছেড়ে উঠতে পারবে না।
‘ব্রহ্মাস্ত্র’র স্পেশাল শোয়ে আরো উপস্থিত ছিলেন কারিনা কাপুর খান, সাইফ আলি খান, ঋত্বিক রোশন, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ানসহ বলিউডের আরো অনেক তারকা।
প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং করতে গিয়ে রণবীর ও আলিয়া একে অপরের প্রেমে পড়েন। সিনেমাটি মুক্তির আগেই তারা গাঁটছড়া বাঁধেন। এই জুটি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকারা।




অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
প্রধান উপদেষ্টা : আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন
পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল ও প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাস্ট।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
Design and developed by Web Nest