‘যেমন পুলিশ চাই ‘ফেনী পুলিশের উদ্যোগ ‘

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২১

নিউজ ডেস্কঃ  পুলিশ চাই’ শীর্ষক চিত্রাঙ্কণে প্রাথমিক শিক্ষার্থী, রচনা প্রতিযোগিতায় অংশ নেবে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী, উচ্চমাধ্যমিক শিক্ষার্থী এবং জেলার যেকোনো ব্যক্তি।
বৃহস্পতিবার বিকেল ৫টায় নিজ সম্মেলন কক্ষে এসব তথ্য জানান- পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।
নিজাম উদ্দিন হাজারী বলেন, জেলা পুলিশের এমন আয়োজন অভূতপূর্ব। এমন চিন্তা নিঃসন্দেহে সময়োপযোগী। তিনি বলেন, প্রয়োজনের তুলনায় স্বল্প জনবলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম পুলিশের সাধারণ বৈশিষ্ট্য। কাজের কারনেই সকল মানুষের কাছে পছন্দের হওয়া সম্ভব নয়। তথাপী মানুষের কাছাকাছি থাকতে জেলা পুলিশের এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।
পুলিশ সুপার বলেন, আয়োজনগুলোতে স্ব-স্ব থানা কেন্দ্রীক সংশ্লিষ্টতা থাকবে। সকল বয়সী মানুষের সাথে থানার সহজ সম্পর্ক তৈরি হতে পারে। সাধরণের পুলিশভীতি কমবে। বাচ্চারা থানা চিনবে, সেকানে কি-কি কাজ হয় তা তারা জানতে পারবে, অহেতুক ভীতি কমবে। এতে পুলিশের পক্ষে আইনি পরিসীমার মধ্যে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়া সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পাপ্পু বলেন, মানুষের ইচ্ছার প্রাধান্য দিতে জেলা পুলিশের এ আয়োজন। প্রতিযোগিতার সফলতায় কাজ করার সুযোগ পেয়েছি।
অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম জানান, প্রত্যেক উপজেলা হতে উভয় প্রতিযোগিতায় প্রথম তিনজন জেলা পর্যায়ে প্রতিযোগিতা করবে। ২৯ নভেম্বরের মধ্যে স্ব-স্ব থানায় রচনা জমা দিতে হবে। ৩০ নভেম্বর স্ব-স্ব থানা প্রাঙ্গণে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা হবে। ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবসে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন