মুক্ত বাজার অর্থনীতিতে ই-কমার্সের ভুমিকা -মাইনুল ইসলাম সোহাগ

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২১

মুক্ত বাজার অর্থনীতিতে ই-কমার্সের ভুমিকা -মাইনুল ইসলাম সোহাগ

মুক্ত বাজার অর্থনীতির কল্যানে বাজার এখন হাতের মুঠোয়। সময়ের প্রয়োজনে ই-কমার্স কনসেপ্ট দেশীয় ব্যবসায় নতুন হলে ও বাস্তবতার নিরীখে এর প্রয়োজনীয়তা অসীম। ব্যবসায়িক কৌশলগত কারনে ই- কমার্স এর কিছু উদ্যোক্তার খামখেয়ালীপনায় বিতর্কিত,অস্থির ও প্রহসনে পরিনত হয়েছে। মানহীন পন্য,সময়মত ডেলিভারী না দেয়া,বিক্রেতাদের সেবায় অনিহা সহ নানাবিধ কারনে সৌখিন ক্রেতার পারিবারিক অশান্তির কারন হয়ে দাড়িয়েছে বর্তমানের ই-কমার্স। হয়তো এই ইন্ড্রাস্টি সত্যিকারের নেতা তৈরিতে ভূমিকা না রেখে শুধুমাত্র অফার কেন্দ্রিক একটি কাস্টমার শ্রেনী গড়ে তুলেছে যা মূল ই-কমার্স ব্যবসার সাথে সাংঘর্ষিক। তাই (B Mart Ltd.) বি মার্ট লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান www.thebdmart.com সত্যিকার ই-কমার্স এর স্বাদ নিতে আপনাদের জানাচ্ছে সাদর আমন্ত্রন! https://youtu.be/vBY1u8mvlYA

নামাজের সময়সূচী সেপ্টেম্বর মাস-২০২৪

নামাজের সময়সূচি
> ফজর- ৪:২৭ মিনিট।
> জোহর- ১১:৪৯ মিনিট।
> আসর- ৪:১৩ মিনিট।
> মাগরিব- ৬:0৩ মিনিট।
> ইশা- ৭:০৬ মিনিট।

গুণ গত মান যার ভাল তার দাম একটু বেশি সিলেটের সেরা বাগানের উন্নত চা প্রতি কেজি চা দাম ৪৫০ টাকা হোম ডেলি বারি দেয়া হয়

tree

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন

কম খরচে পত্রিকায় বিজ্ঞাপন দিন