প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। এরপর তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় পদার্পণ করেন। যে ছবিতে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন।
সম্প্রতি শবনম ফারিয়া পরিবারের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেই ছবির ক্যাপশনে বাবাকে নিয়ে একটি আবেগঘন কথা লিখেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন— হলিউড সিনেমা লায়ন কিং দেখার সময় বাবাকে নিয়ে এক উক্তি— যখন বলে ঠিক, সেই সময় অভিনেত্রী তার চোখের পানি ধরে রাখতে পারেননি।
শবনম ফারিয়া তার পোস্টে লিখেছেন—সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটি পোস্ট পড়ছিলাম। একটা কথা মনে গিয়ে বিঁধল, কথাটা খানিকটা এমন— জীবনটা দুই রকমের । বাবা থাকতে একটি, বাবা না থাকতে আরেকটি।
অভিনেত্রী আরও লিখেছেন—কখনো কি মনে হয়, এমন একটা জীবন থাকতে পারে, যেখানে বাবা নেই, কিন্তু সব জায়গায় তার অস্তিত্ব— এমনকি নিজের মধ্যেও। লায়ন কিং সিনেমায় যখন সিম্বাকে বলে— you’re the reflection of your father, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।
ফেসবুক মেমোরিতে সময় সময়ে ছবি আসে বাবার, কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাই বাবা নেই, ওই সময়টায় ফিরে যাই। তিনি বলেন, মাঝে মাঝে বাবা স্বপ্নে আসেন, বাবার সঙ্গে কথা হয়, কিন্তু ঘুম ভাঙলে মনে থাকে না বাবা কি বলে। কিন্তু তাও ভালো লাগে— বাবা আসে তাই। ওই নেনো সেকেন্ডই বাবাকে বাবা ডাকার সাধ একটু মনে হয় মেটে বলে জানান অভিনেত্রী।
উপদেষ্টা সম্পাদক : মো. রেজাউল ওয়াদুদ চেয়ারম্যান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ (বাংলাদেশ হিউম্যান রাইটস এনফোর্সমেন্ট কাউন্সিল)
সম্পাদক ও প্রকাশক মো: আবু বক্কর তালুকদার
ব্যবস্থাপনা সম্পাদক : নূরুদ্দীন রাসেল
অফিস : ৩৭০/৩,কলেজ রোড,আমতলা, আশকোনা,ঢাকা-১২৩০,
Call : 01911120520
Email : info.sylhet24express@gmail.com
Design and developed by Web Nest