September 25, 2020 9:40 pm
Breaking News
Home / Home / শাবির ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত

শাবির ল্যাবে ১৫ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক :: সিলেট ও সুনামগঞ্জ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ৭১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ৬ জন এবং সুনামগঞ্জ জেলার ৯ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট জেলায় সর্বোচ্চ ৬ হাজার ৩৬২ জন, সুনামগঞ্জে ২ হাজার ২২৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৬০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬২৫ জন রয়েছেন।

করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।

সিলেট বিভাগে ৮ হাজার ৮৭৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৫৯৪ জন, সুনামগঞ্জের ১ হাজার ৮৯১ জন, হবিগঞ্জের ১ হাজার ১০৬ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ২৮৫ জন।

করোনা আক্রান্ত ১৪১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৪ জন ও মৌলভীবাজারে ২০ জন।

About sylhet24express

Check Also

সিলেটে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ ও ৫ম বর্ষপূর্তি উদযাপন

নিউজ ডেস্ক :: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *