July 14, 2020 12:34 pm
Home / Home / মোহাম্মদ নাসিমের করোনা ‘নেগেটিভ’

মোহাম্মদ নাসিমের করোনা ‘নেগেটিভ’

অনলাইন ডেস্ক : মস্তিষ্কে অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের দ্বিতীয় দফা করোনাভাইরাস পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এসেছে। তবে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

পরিবার ও চিকিৎসকদের বরাত দিয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সকালে বলেন, ‘করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয়বার সোমবার মোহাম্মদ নাসিমের স্যাম্পল নেওয়া হয়েছিল। আজ (মঙ্গলবার) রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ওনার অবস্থার তেমন উন্নতি হয়নি। এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন তিনি।’

গত ১ জুন জ্বর ও কাশির উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হয়। এরপর ওই হাসপাতালেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতি হলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

About admin

Check Also

ঈদের ছুটি বাড়বে না, কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে

সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস ডেস্ক : ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না, তিন দিনই থাকবে। ছুটির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *