September 24, 2020 5:36 am
Home / সংগঠন সংবাদ / মুক্তিযোদ্ধা বিরেন্দ্র কুমার দাস’র মৃত্যুতে শোক প্রকাশ….

মুক্তিযোদ্ধা বিরেন্দ্র কুমার দাস’র মৃত্যুতে শোক প্রকাশ….

নূরুদ্দীন রাসেল (সিলেট) : গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা শ্রী বিরেন্দ্র কুমার দাস এর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রধান করা হয়। বীর মুক্তিযোদ্ধা শ্রী বিরেন্দ্র কুমার দাস এর নিজ বাড়ীতে ২৬ শে জুন রোজ শুক্রবার বেলা ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদায়  গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন  গোলাপগঞ্জ উপজেলার সমবায়  অফিসার মোঃ জামাল মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তাঁর ইন্তিকালে আত্তার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ স্বেচ্ছাসেবক সন্তান কমান্ড সিলেট জেলা ও মহানগর সমন্বয় কমিটির আহ্বায়ক নূর আহমদ কামাল ও সংগঠনের সকল নেতৃবৃন্দ।

সৃষ্টিকর্তা যেনো তাঁকে স্বর্গালোকে স্হান দেন এই প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।।

About sylhet24express

Check Also

সিলেটে রহমান ফাউন্ডেশন ইউ,কের আলোচনা সভা অনুস্টিত

নিউজ ডেস্ক :: সিলেট সদর উপজেলার ইলামপুরের (মেজরটিলা) জাহানপুরস্থ দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল কুরআন সিলেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *