September 22, 2020 5:57 pm
Breaking News
Home / বিনোদন / ‘পুরুষরা এখন সাত পা পিছনে থাকতে বাধ্য’

‘পুরুষরা এখন সাত পা পিছনে থাকতে বাধ্য’

বিনোদন ডেস্ক : হলিউডে বহু আগে শুরু হলেও বলিউডে মিটু আন্দোলন এসে পৌঁছায় ২০১৮ সালে। ফিল্ম ইন্ডাস্ট্রি তো আছেই, এছাড়াও প্রায় সব পেশাতেই এর প্রভাব পড়ে। বলিউডে প্রথম এই অভিযোগ ওঠে নানা পাটেকারের বিরুদ্ধে। আর এটি তোলেন তনুশ্রী দত্ত। এরপর একে একে অলোক নাথ, বিকাশ বহেল, রজত কাপুর, সাজিদ খান, এম জে আকবরের বিরুদ্ধেও অভিযোগ উঠতে থাকে।

এবার সেই বিষয়ে মুখ খুললেন বলিউডের আরেক তারকা কাজল দেবগণ। তিনি বলেন, ভারতে মিটু মুভমেন্টের আগে যেমন অবস্থা ছিল, পরের অবস্থা অনেক আলাদা। এখন মহিলাদের সঙ্গে খারাপ বা অশালীন ব্যবহার করতে সাহস পায় না। এই আন্দোলন সাত পা পিছনে থাকতে বাধ্য করছে পুরুষদের।

তবে এই আন্দোলনের ফল যে সুদূরপ্রসারী, তা এখনও বুঝতে পারছেন সিনে দুনিয়ার সঙ্গে জড়িত মহিলারা। সেই কথাই বলেন কাজল।

তিনি জানান, মিটু’র পর পরিস্থিতি অনেক বদলেছে। শুধু ফিল্মের সেট নয়, বদল এসেছে সব ক্ষেত্রেই। আসলে এই আন্দোলনে বহু নামী ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার পর থেকে ভাল হোক, খারাপ হোক বা ইনডিফারেন্ট হোক, যে কোনও পুরুষ সাত পা দূরে থাকে।

About sylhet24express

Check Also

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি

বিয়ের জন্য যোগ্য পাত্র খোঁজছেন পপি

বিনোদন ডেস্ক :: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পপি। দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *