বিনোদন ডেস্ক : একসময়ের টিভি পর্দায় জনপ্রিয় অভিনেতা জীতু আহসানকে এখন আর দেখাই যায়না। মাঝে অনেকটা সময় বিরতির পর কাজে ফিরেছেন। তবে খুব বেছে বেছে নাটকে অভিনয় করেন। সম্প্রতি নতুন একটি টেলিফিল্মের শুটিং শেষ করলেন এই অভিনেতা। নাম ‘যৌথ প্রযোজনা’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় টেলিফিল্মটি পরিচালনায় করেছেন টিভি পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মাজনুন মিজান।
টেলিছবিটিতে জীতু আহসান প্রথমবারের মত দীপা খন্দকার ও সুষমার সঙ্গে অভিনয় করেছেন। জিতু আহসান বলেন, ‘দর্শক এখন সাধারণত যে ধরনের গল্পের নাটক দেখার প্রতি আগ্রহী হয়ে উঠেছেন যৌথ প্রযোজনা ঠিক তেমনি গল্পের একটি নাটক। সবমিলিয়ে পরিচালক ঠিকঠাক মতো গল্পটা নিয়ে কাজ করার চেষ্টা করেছেন। আশা করা যায় দর্শকের ভালোলাগবে।’
দীপা খন্দকার বলেন,‘ গল্পটা আমার কাছে ভীষণ ভালোলেগেছে। এছাড়া এতে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকেই যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত। যে কারণে আমাদের সবার সমন্বয়ে একটি ভালো কাজ দাঁড়িয়েছে। আশাকরছি ভালোলাগবে দর্শকের।’
এদিকে দীপা খন্দকার ফ্রেস টিস্যুর ব্রেস্ট ক্যান্সার ক্যাম্পেইন’র একটি অনলাইন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়াও আগামী ১৪ অক্টোবর দীপা খন্দকার বিটিভির সাপ্তাহিক একটি নাটকের শুটিং-এ অংশ নিবেন। এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন শহীদুজ্জামান সেলিম।
সুষমা সরকার বলেন,‘ মিজান ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। গুছানো ছিলো তার ইউনিট এবং সহশিল্পীরাও ছিলেন বেশ আন্তরিক। যে কারণে কাজটি উপভোগ করতে পেরেছি।’
জানা যায়, আগামী ১৬ অক্টোবর বিকেল ৩.০৫ মিনিটে চ্যানেল আই’তে টেলিফিল্মটি প্রচার হবে।