September 30, 2020 2:36 pm
Home / Home / করোনায় ৩৭ জনের মৃত্যু : শনাক্ত ২৭৭২
করোনা

করোনায় ৩৭ জনের মৃত্যু : শনাক্ত ২৭৭২

সিলেট টুয়েন্টিফোর এক্সপ্রেস ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৭২ জনের।

এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে। মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৫ জন।

সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ২ হাজার ৯৬৫ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৬ জন পুরুষ।

ব্রিফিংয়ে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন আরও ১ হাজার ৮০১ জন। এ নিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ।

About sylhet24express

Check Also

বাবরি মসজিদ ভাঙার মামলার সব আসামি খালাস

নিউজ ডেস্ক ::২৮ বছর আগে ১৯৯২ সালে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদে হামলা চালিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *