ডেস্ক রিপোর্ট ::স্বর্ণালী সাহিত্য পর্ষদ,সিলেট এর সদস্য ইসমাঈল আলী টিপু ও রেজিয়া আক্তার মাছুমা দম্পতির একমাত্র মেয়ে আয়শা সিদ্দিকা ইসমাইল এর তৃতীয় জন্মদিন উপলক্ষে ২৭ অক্টোবর রাতে কেক কেটে জন্মদিন পালন ও অনাড়ম্বর অনুষ্টানের আয়োজন করা হয়।নগরীর গোটাটিকর নিজ বাসায় সন্ধা থেকে শুরু হওয়া অনুস্টানটি ধাপে ধাপে বিভিন্ন আয়োজনের মাধ্যমে চলতে থাকে।
এ সময় জন্মদিন অনুষ্টানে উপস্থিত থেকে আয়শা সিদ্দিকার জন্য শুভ কামনা ও অভিনন্দন জানিয়ে দীর্ঘ জীবন কামনা করে বিবৃতি প্রদান করেন বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কবি নূরুদ্দীন রাসেল,আয়শা ছিদ্দিকার দাদা গিয়াস উদ্দিন,দাদি আনহারা খানম, ফুফু তাহমিনা আক্তার তুলি, ফাহিমা আক্তার তারিন এবং ফয়েজ, সেলিম,রাসেল,মাহফুজ, নাবিল,কামরান, সাহেদ,সোহেল,আলমগীর,নুরুল সহ এলাকার মুরব্বিয়ান এবং আগত অতিথিগন উপস্হিত ছিলেন।