Home / মৃত্যুবার্ষিকী

মৃত্যুবার্ষিকী

ভয়াল ২১ আগস্টরে শহীদদরে প্রতি বঙ্গবন্ধু গবষেণা পরষিদরে পুস্পস্তবক র্অপণ ও শ্রদ্ধা নবিদেন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবষেণা পরষিদরে কন্দ্রেীয় সভাপতি লায়ন মোঃ গনি ময়িা বাবুল এর নতেৃত্বে ২০০৪ সালরে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভনিউিতে আওয়ামী লীগরে সন্ত্রাস বরিোধী শান্তি সমাবশেে নারকীয় গ্রনেডে হামলায় শহীদদরে প্রতি ২১ আগস্ট বুধবার সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভনিউিস্থ নর্মিতি বদেতিে পুস্পস্তবক র্অপণ ও শ্রদ্ধা নবিদেন করা হয়। এরপর বাংলাদশে আওয়ামী লীগরে কন্দ্রেীয় র্কাযালয়রে সামনে সমাবশে ও সংক্ষপ্তি আলোচনা সভা অনুষ্ঠতি হয়। বঙ্গবন্ধু গবষেণা পরষিদরে কন্দ্রেীয় সভাপতি লায়ন মোঃ গনি ময়িা বাবুল এর সভাপতত্বিে আলোচনা সভায় বক্তব্য রাখনে, সংগঠনরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তযিোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, নর্বিাহী সদস্য মোঃ মাসুদ আলম, সদস্য মোঃ আনোয়ার হোসনে, মোঃ নুরুল ইসলাম বাবুল, পলাশ চৌধুরী, মোঃ আরফিুজ্জামান, হুমায়ুন কবরি হমিু প্রমুখ।

সভাপতরি বক্তব্যে লায়ন মোঃ গনি ময়িা বাবুল বলনে, বাংলাদশে আওয়ামী লীগকে নতেৃত্বশূণ্য করতইে ২০০৪ সালরে ২১ আগস্ট ইতহিাসরে জঘন্যতম র্ববরোচতি এই হত্যাকান্ড চালয়িছেলি ৭১’র পরাজতি স্বাধীনতাবরিোধীচক্র। মূলত ১৯৭৫ সালরে ১৫ আগস্টরে হত্যাকান্ড ও ২০০৪ সালরে ২১ আগস্টরে গ্রনেডে হামলা একই সূত্রে গাথা। তনিি আরো বলনে, আগস্টরে মতো ট্র্যাজডেি যনে আর কোনদনি না আস,ে সইে লক্ষ্যে সকলকে সচষ্টে থাকতে হব।ে একুশ আগস্টরে খুনীদরে র্সবােচ্চ শাস্তি নশ্চিতি করতে দ্রুত র্কাযকর পদক্ষপে গ্রহণ করার জন্যে তনিি দাবি জানান।