Thursday , June 27 2019
Home / কবিতা

কবিতা

দুর্নীতি রুখি লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দুর্নীতি রুখি
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

দেশ ছেয়েছে দুর্নীতিতে
আমজনতার কষ্ট,
রন্ধ্রে রন্ধ্রে ঘুন পোকারা
করছে সবই নষ্ট।

দৃষ্টিহরা মিষ্টি বুলি
শুনতে ভালো বেশ,
জ্বাললে আগুন অন্তরালে
শান্তি নিরুদ্দেশ।

দুর্নীতির এই জ্বর ব্যাধিতে
ভুগছে গোটা জাতি,
বাজেটে সবার আগে
জ্বালাও ন্যায়ের বাতি।

মনের আয়নায় নিজকে দেখে
দুর্নীতিবাজ ধর,
শক্ত হাতে স্বজন প্রীতির
নীতি নিপাত কর।

পরিচিতি ঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল
উপদেষ্টা ও সাবেক সভাপতি কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি
সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ
ফোন: ০১৫৫২৬৩১১১৮

“” ভাবনার অন্তরালে “”সুরাইয়া পারভীন লিলি

“” ভাবনার অন্তরালে “”
“”””””””””””””””””””””””””””””

সুরাইয়া পারভীন লিলি

একটু খানি ভালো বাসা
একটু সুখের আশায়,
দিনে রাতে শ্রম দিয়েছি
বোঝাবো কোন ভাষায়।
তবু যেন শূণ্য রইলো
সুখের ছোট্ট ঘর,
সবাই আমায় রেখো মনে
কোরো নাকো পর।
সুখে দুঃখে সবাই মোরা
ছিলাম পাশাপাশি,
কারো দুঃখ দেখলে তোমরা
কোরো না হাসাহাসি।
আমরা সবাই নোবেল পেশায়
আছি জড়িয়ে,
সেবা দিয়েই করিবো জয়
উন্নত দেশ গড়িয়ে।
ভাববো আমরা করছি সেবা
মায়ের কিম্বা বাবার
চাবি তুলে নিবেন হাতে
খোদা –বেহেস্তেতে যাবার।।

“”ছড়া “”সুরাইয়া পারভীন লিলি

সুরাইয়া পারভীন লিলি

“”ছড়া “”
”””””””’
সুরাইয়া পারভীন লিলি

ঝুম ঝুম ঝুম বৃষ্টি পড়ে
বড় বড় ফোটা,
আম পেকেছে গাছে গাছে
পেকেছে আমের বোটা।
আম পেকেছে জাম পেকেছে
পেকেছে কাঁঠাল,
শশুর বাড়ীর আম কাঁঠালে
জামাই যে মাতাল।

উপদেষ্টা সম্পাদক : মো: রেজাউল ওয়াদুদ উপদেষ্টা সম্পাদক : শহীদুল ইসলাম পাইলট উপদেষ্টা সম্পাদক : আহমেদ আবু জাফর উপদেষ্টা সম্পাদক : মুহাম্মদ আওলাদ হোসেন সম্পাদক : মো: আবু বক্কর তালুকদার ৩৭০/৩,কলেজ রোড,আমতলা,আশকোনা,ঢাক-১২৩০